রংপুর: রংপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অধিকাংশই চলছে প্রধান শিক্ষক ছাড়া। জেলার ৮টি উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১২৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৬০টিতে সহকারী শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ৬টি, কাউনিয়ায় ৫টি, তারাগঞ্জে ৫টি, গঙ্গাচড়ায় ১০টি, পীরগঞ্জে ২৬টি, বদরগঞ্জে ১৯টি, মিঠাপুকুরে ২২টি ও পীরগাছার ৩০টি স্কুলে প্রধান শিক্ষক নেই।
এছাড়াও সহকারী শিক্ষক পদে রংপুর সদর উপজেলায় ১০টি, পীরগাছায় ২টি, মিঠাপুকুরে ৯টি, বদরগঞ্জে ১৯টি, পীরগঞ্জে ১৫টি, তারাগঞ্জে ১টি, গঙ্গাচড়ায় ১টি ও কাউনিয়ায় ৩টি স্কুলে সহকারী শিক্ষক ছাড়াই চলছে শিক্ষা কার্যক্রম।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান ও সহকারী শিক্ষক না থাকায় লেখাপড়ায় মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে। অনেকে শিক্ষার্থী স্কুলে আসা ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
এ বিষয়ে রংপুর জেলা সরকারি প্রাথমিক স্কুল কর্মকর্তা শাহজাহান আলী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতে মামলা থাকার কারণে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ ছিল। এখন আগের মতো সমস্যা না থাকার কারণে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪