ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যা

প্রতিবাদ মুখর ক্যাম্পাস, ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
প্রতিবাদ মুখর ক্যাম্পাস, ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর একেএম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালনে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।


 
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগ এবং ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
 
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন প্রমুখ।
 
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দুষ্কৃতিকারীরা এ ধরনের হত্যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। কিন্তু তারা তা করতে পারবে না। কেননা এদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ। এসময় তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চ‍ারণ করেন।
 
এদিকে, সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ড. শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগ। সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে।
 
সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন-বিভাগের সভাপতি অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম ও অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে প্রতিবাদ সভা করে।

হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি করেছে শিক্ষক সমিতি। কর্মসূচিতে বিশ্ববিদ্যায়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এদিকে, প্রফেসর শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করে জড়িতদের বিচার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে নেতাকর্মীরা দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ক্লাশ-পরীক্ষা বর্জন কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে বাংলানিউজকে বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আমরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেধে দিয়েছি। এই সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করে বিচার করা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আরও কঠোর কর্মসূচি দেবে।

তিনি জানান, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১৯ নভেম্বর রাজশাহী শহরের সাহেববাজার জিরো পয়েন্টে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়া সোমবারসহ সাতদিন কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।  

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন চৌদ্দপায় এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত হন প্রফেসর শফিউল ইসলাম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet