ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে জাবি শিক্ষকদের মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে জাবি শিক্ষকদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে শিক্ষক সমিতি।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অর্ধশতাধিক শিক্ষকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, শিক্ষকদের ওপর হামলা- হত্যাকাণ্ড রাষ্ট্রের জন্য ভালো লক্ষণ নয়। আমরা এর প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মো. আমির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র আহ্বায়ক অধ্যাপক শামছুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet