ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

বাকৃবি(ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বিজয় কুমার বর্মন বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারের লক্ষে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। বিভিন্ন সময় তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ফাঁকা গুলি চালাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ প্রতিবেদন লেখা(রাত সাড়ে ৮টা) পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হকের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে সমাবেশ করছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet