নোবিপ্রবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মো. বাহাদুর। তিনি এ ঘটনার দ্রুত বিচার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর সরকার, মোহাম্মদ রবিউল হাসান, ইংরেজি বিভাগের মুহম্মাদ মুশফিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪