ঢাকা: ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনূস সেন্টারের মধ্যে চুক্তি সাক্ষর হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ইউনূস সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব এবং ইউনূস সেন্টারের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ চুক্তিতে সাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, সামাজিক ব্যবসায় বিষয়ক শিক্ষার প্রসার এবং এ বিষয়ে গবেষণা বিকাশের লক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনূস সেন্টার যৌথ উদ্যোগে কাজ করে যাবে।
প্রফেসর ইউনূস এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে যাত্রার সফলতা কামনা করেন।
চুক্তির অংশ হিসেবে ডিসেম্বর মাস থেকে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামাজিক ব্যবসায় বিষয়ে ১২ সপ্তাহের একটি সংক্ষিপ্ত কোর্স চালু হবে। যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর ও চাকুরিজীবীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.easternuni.edu.bd ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪