ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক ড এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা ১টা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খায়রুল আলম খান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিভূতি সরকার, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান ও সদস্য সুকান্ত বিশ্বাস বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।