রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির ডাকে তিনদিন ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি শেষে ফের সচল হয়েছে ক্যাম্পাস।
বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের নির্ধারিত ক্লাস ও পরীক্ষা শুরু হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমাম বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বিভাগের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে রাবি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শাখা। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে তারা।
ঘাতক দালাল নির্মূল কমিটির রাবি শাখার সদস্য মেহেদী আহমেদ জনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রাবি কমিটির সভাপতি মতিউর রহমান মর্তুজা, রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন প্রমুখ।
অন্যদিকে, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিকেলে রাজশাহী শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানবন্ধন করার কর্মসূচি রয়েছে রাবি শিক্ষক সমিতির।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪