ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ই-টেন্ডার প্রক্রিয়ার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে ই-টেন্ডার প্রক্রিয়ার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রনিক টেন্ডার প্রক্রিয়ার যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

 
এর ফলে আগ্রহী ঠিকাদারর‍া সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর ওয়েবসাইটে লগইন করে দরপত্রে অংশ নিতে পারবেন। তবে এর জন্য ঠিকাদারদের সিপিটিইউ-এ নিবন্ধিত হতে হবে।

উদ্বোধন ‍উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় অধিকতর প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। যা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজকে আরও গতিশীল করবে।

তিনি জানান, এ প্রক্রিয়াটি কার্যকর করতে সার্বিক সহযোগিতা করেছে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবুল বাসার, কলা অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।