ঢাকা: ইউরোপ বিজনেস অ্যাসেম্বিলি (ইবিএ) কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়কে অন্যতম ‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ এবং এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ‘বছরের সেরা ব্যবস্থাপক’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
যুক্তরাজ্যের অক্সফোর্ড ভিত্তিক ইউরোপ বিজনেস অ্যাসেম্বিলি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ বছরের সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের (Best Regional Universities) তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ পুরস্কার ছাড়াও প্রতিষ্ঠান প্রধান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ-কে ‘বছরের সেরা ব্যবস্থাপক’ (Manager of the Year) হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন, বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিগত মৌলিক উদ্ভাবনী কৌশলের প্রয়োগ ও আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে অনন্য সাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার। এছাড়াও, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ-কে এই বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং তার নিজের পক্ষে পুরস্কার গ্রহণের জন্য আগামী ৩০ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিতব্য ইবিএ অ্যাচিভমেন্ট (EBA Achievements 2014) শীর্ষক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ-কে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪