রাজশাহী: পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাবি অধ্যাপক শফিউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ, শ্রমিক ফেডারেশন রাবি শাখা, নাগরিক সমাজ একাত্মতা ঘোষণা করেন।
বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ মানববন্ধন চলাকালে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পান্ডের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল সমাজের আহ্বায়ক অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদ হাসান, ফায়জার রহমান, বিভাগের সভাপতি ড. ওয়ারদাতুল আকমাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক আবদুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক মখলেশুর রহমান, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নাগরিক সমাজের পক্ষে কলামিস্ট প্রশান্ত সাহা প্রমুখ।
বক্তরা রাবি শিক্ষক অধ্যাপক শফিউলের হত্যাকারীদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করে বলেন, ড. শফিউল ছিলেন একজন আদর্শ শিক্ষক। তার মতো একজন মেধাবী শিক্ষককে প্রকাশ্যে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা জাতির জন্য একটি দুঃখজনক ঘটনা।
বক্তারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
বক্তারা আরো বলেন, অতীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রগতিশীল শিক্ষককে হত্যা করা হয়েছে। এমন হত্যা বন্ধে, পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারকে শিক্ষক হত্যা প্রতিরোধে কঠোর অবস্থানে যেতে হবে বলেও মন্তব্য করেন উপস্থিত বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪