ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২১ নভেম্বর এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা, বি ইউনিটের পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা ও সি ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরদিন ২২ নভেম্বর ডি, ই ও এফ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা, ই ইউনিটের পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা ও এফ ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, এস এম মডেল স্কুল, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী লাল মিয়া সিটি কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, যুগশিখা হাই স্কুল, স্বর্ণকলি হাইস্কুল, গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়, এন হক কলেজে অনুষ্ঠিত হবে।

এ বছর ৬ ইউনিটের অধীনে ১৪ বিভাগে সর্বমোট ৬৮০ আসনে ৪০ হাজার ৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসন প্রতি পরীক্ষার্থী ৫৯ জন।

ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।