জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব দর্শন দিবস’ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে জবি কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আধুনিক সমাজ ও সভ্যতার নিরিখে দর্শন শাস্ত্রের নবতর উদ্ভাবন প্রয়োজন। আর এর মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারলেই দর্শনশাস্ত্র পড়ার স্বার্থকতা পাওয়া যাবে।
দর্শন শাস্ত্রের কারিকুলাম আধুনিক ও বাস্তবসম্মত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন এ কারিকুলামে ছাত্র-ছাত্রীদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটবে। পাঠ্যপুস্তক ছাড়াও শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ-এ অংশ নিতে হবে।
দর্শন বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে তোহিদুল ইসলাম, এবিএম শহিনুর রহমান,তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় বিভাগেরর শিক্ষক-শিক্ষাথীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এদিকে আলোচনা সভার পরপরই দর্শন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দ্বিতীয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট দেওয়া হয়।
সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪