ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাউবি’র এইচএসসি পরীক্ষা

কেশবপুরে ২০ শিক্ষার্থী বহিষ্কার, ৩শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
কেশবপুরে ২০ শিক্ষার্থী বহিষ্কার, ৩শিক্ষককে অব্যাহতি

যশোর: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষায় নকল ও দায়িত্বে অবহেলার অভিযাগে কেশবপুরে ২০শিক্ষার্থীকে বহিষ্কার এবং ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) উপজেলা শহরের হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ কেন্দ্র থেকে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ৩ শিক্ষককে এ শাস্তি দেওয়া হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন- হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক রবীন্দ্র নাথ বিশ্বাস, প্রভাষক নিমাই দেবনাথ ও আব্দুর রাজ্জাক। তবে শিক্ষার্থীদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।