বরিশাল: রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা।
প্রাথমিক সমাপনীতে এ বছরে বরিশাল বিভাগে মোট ৪৮৪ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২৯৬ জন।
এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৭৮ হাজার ৮৯৩ জন ও মেয়ে পরীক্ষার্থী ৯৬ হাজার ৭০৩ জন।
এদিকে, ইবতেদায়ীতে মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৩৯১ জন। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ১৪ হাজার ৩৭৫ জন ও মেয়ে পরীক্ষার্থী ১২ হাজার ১১৬ জন।
প্রাথমিকে বরিশাল জেলায় ১৩২ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৭৮৬ জন, ঝালকাঠিতে ৩৯ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৯৫ জন, ভোলায় ৮৯ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৬৭২ জন, বরগুনায় ৫৩ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৮২০ জন, পটুয়াখালীতে ৯৪ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৪০ জন এবং পিরোজপুরে ৭৭ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৬৮৩ জন।
অপরদিকে, ইবতেদায়ী পরীক্ষায় বরিশাল জেলায় পরীক্ষার্থী ৫ হাজার ৬৪১ জন, ঝালকাঠিতে পরীক্ষার্থী ২ হাজার ৪৭৯ জন, ভোলায় পরীক্ষার্থী ৭ হাজার ১৫৯ জন, বরগুনায় পরীক্ষার্থী ২ হাজার ৪৩৪ জন, পটুয়াখালীতে পরীক্ষার্থী ৪ হাজার ৬০৪ জন এবং পিরোজপুরে পরীক্ষার্থী ৪ হাজার ৭৪ জন।
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক মাহাবুব এলাহী।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪