ঢাকা: পরীক্ষা চলাকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর প্রতি হরতাল বা অন্য কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
রোববার (২৩ নভেম্বর) সকালে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে এ আহবান জানান তিনি।
মন্ত্রী বলেন, পরীক্ষায় বিঘ্ন ঘটে এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। রাজনৈতিক নেতাসহ অন্য কেউ যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পারে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।
মন্ত্রী নিজেও কেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি। বাহির থেকেই পরিবেশ পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, সারাদেশের ৭০০ প্রাথমিক বিদ্যালয়কে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ করা হয়েছে।
তবে যেসব প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই কেবল সেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪