রংপুরঃ গত এক সপ্তাহ ধরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন। রোববারও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেছেন তারা।
১৫২ জন কর্মকর্তা-কর্মচারী ১৮ মাসের বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধর ও সমাবেশ করছেন। প্রশাসনিক ভবনের সামনে এক ঘণ্টার মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা।
এদিকে পর্যাপ্ত শিক্ষক ও কম্পিউটার ল্যাব এবং হল চালুর দাবিতে বিক্ষোভ করেছে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্স বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রশাসনিক ভবনে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়।
অপরিদকে, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের একটি গ্রুপ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমান প্রমুখ। বক্তারা শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার আহবান জানান। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
এদিকে, শিক্ষকদের একাংশ নীলদল বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ক্যাম্পাসে বৈঠক করেছে।
নীল দলের সদস্য সচিব আপেল মাহমুদ জানান, যেসব দাবি নিয়ে আন্দোলন করা হচ্ছে তার অনেকগুলো উপাচার্য মেনে নিয়েছেন। কিন্তু তার পরেও একটি মহল বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের সে উদ্দেশ্য সফল হতে দেবে না।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, নভেম্বর ২৩, ২০১৪