ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজধানীর স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
রাজধানীর স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু

ঢাকা: রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন ফরম বিতরণ শুরু হয়ে গেছে।

আর ডিসেম্বর মাসের শেষার্ধে অধিকাংশ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বুধবার বেসরকারি স্কুল/স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১৪ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

তবে, বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালা প্রকাশের আগেই ভর্তি প্রক্রিয়া শুরু করে।

এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির আবেদন ফি ও ভর্তি ফি বাড়ানো হয়েছে। ভর্তির আবেদন ফরমের মূল্য ১০০ টাকা থেকে ১৫০ টাকা ও ভর্তি ফি ৭০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দেড় হাজার টাকা করা হয়েছে।
 
ভর্তি ফি’র ক্ষেত্রে গত ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে।

সরকারি মাধ্যমিকে ভর্তির নীতিমালা অনুযায়ী এবারও রাজধানীর বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তি করতে হবে। আর নবম শ্রেণির ক্ষেত্রে জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির পর শূন্য আসনে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে।

নীতিমালা অনুযায়ী এবারও ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ভর্তি কমিটি গঠন করা হবে।

শিক্ষাবর্ষ শুরুর আগেই ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

নীতিমালার আলোকে রাজধানীর বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।

মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ২০ থেকে ৩০ নভেম্বর, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২৩ থেকে ৩০ নভেম্বর ভর্তি ফরম বিতরণ চলবে।

মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ১৭ ও ১৮ ডিসেম্বর লটারি হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন অধ্যক্ষ শাহান আরা বেগম।

বর্তমানে রাজধানীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩০টি। ঢাকার বাইরে এই সংখ্যা ৩০০।

এবারও নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা অথবা তাদের ছেলে-মেয়ে ও প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে।

বেসরকারি বিদ্যালয়গুলো নভেম্বর মাসের শুরু থেকেই ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু করেছে।

বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্যও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুরূপ কমিটি গঠন করতে বলা হয়। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তিসহ অন্যান্য শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বাংলানিউজকে জানান, ইতোমধ্যে প্রথম শেণিতে আবেদন ফরম জমাদান শেষ হয়েছে। আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে ১৯ ও ২০ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।