ঢাকা: গাজীপুর রোভার অঞ্চলের ১৩ জন গার্ল-ইন-রোভার স্কাউট ও রোভার স্কাউট সেবাস্তরের পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য ৫ দিনে পায়ে হেঁটে দেড়শ কিলোমিটার পথ পরিভ্রমণ করেছে।
গাজীপুর থেকে বিভিন্ন পথে নরসিংদী পরিভ্রমণের সময় তারা নিরাপদ সড়ক, বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক সচেতনতামূলক প্রচারণা চালায়।
পরিভ্রমণকারী দলে ছিলেন- মৌচাক ওপেন স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার স্কাউট স্বপ্না আক্তার, নুসরাত জাহান রাণী, রোভার স্কাউট মো. সাইদুল ইসলাম, মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. ওয়াসিম রানা এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের গার্ল-ইন-রোভার স্কাউট শামীমা আক্তার, আইরিন পারভীন, সুলতা রাণী, আমেনা আক্তার শিখা, রোভার স্কাউট মো. রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম আশিক, মো. জাহিদ হাসান, মো. আরিফুল ইসলাম।
গত ১৯ নভেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ পরিভ্রমণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। এ সময় রোভার স্কাউটের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নরসিংদী সরকারি কলেজ মাঠে গিয়ে তাদের পরিভ্রমণ শেষ হয়। এরপর তারা নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিকের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪