ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনেও সারাদেশে এক লাখ ৪৩ হাজার ৩১৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ নিয়ে দুই দিনে মোট অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।
দ্বিতীয় দিন সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন রংপুর বিভাগে নয়জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার রাতে এ তথ্য জানানো হয়।
সোমবার প্রাথমিক সমাপনীতে এক লাখ তিন হাজার ৬৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ৪৯ হাজার ৬৪৮ জন ছাত্রী এবং ৫৪ হাজার ২১ জন ছাত্র।
অন্যদিকে পরীক্ষার দ্বিতীয় দিনে ইবতেদায়ীতে ৩৯ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ১৬ হাজার ৫১৭ জন ছাত্রী এবং ২৩ হাজার ১৩০ জন ছাত্র।
বাংলাদেশের ছয় হাজার ৭৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে প্রাথমিকে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং ইবতেদায়ীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন, মোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন শিক্ষার্থী নিয়ে রোববার সব চেয়ে বড় পাবলিক পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরুর দিন রোববার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এক লাখ ৪৩ হাজার ৪৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, বহিস্কার হয়েছিল দুই শিক্ষার্থী। এনিয়ে দুই দিনে বহিস্কার হল ১১ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪