ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে রেকর্ড

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য পাঁচ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়েছে।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ জানান, এর আগে আর কখনো এত সংখ্যক শিক্ষার্থী আবেদন করেনি। এসব শিক্ষার্থী আগামী চার বছরের মধ্যে সম্মান পাস করতে পারবে বলেও আশা করেন উপাচার্য।

উপাচার্য বলেন, গত সেশনে যারা ভর্তি হয়েছে, তাদের থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত তথ্যপ্রযুক্তি নির্ভর একটি আইটি বিশ্ববিদ্যালয়ে উন্নিত করতে বর্তমান প্রশাসন যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, রেকর্ড সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্র্থীর আবেদন তার প্রতি আস্থা জ্ঞাপনের বহিঃপ্রকাশ।

সভায় উপ-উপাচার্য ড. আসলাম ভূঁইয়া, ড. মুনাজ আহমেদ নূর এবং কোষাধ্যক্ষ নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

আগামী ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় সারাদেশে একযোগে প্রায় দুইশ’ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।