ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশন কর্মসূচি

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
পবিপ্রবি শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশন কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দিনব্যাপী গবাদি পশুর ফ্রি চিকিৎসা, ওষুধ ও ভ্যাক্সিন প্রদান করেছেন।

পবিপ্রবির অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগ ও ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ভিএসএ) যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনে দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের প্রফেসর  ডা. মো. লালমদ্দিন মোল্লা, প্রফেসর ডা. দিব্যেন্দু বিশ্বাস, প্রফেসর ডা. মো. আনিসুর রহমান।

এতে অংশ নেয় পবিপ্রবির ভেটেরিনারি ডিগ্রির অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ভিএসএ) সহ সভাপতি মো. রিয়াজ আল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন, আলিফ উজ জামান সেতু প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় দরিদ্র মানুষের প্রায় শতাধিক গবাদি পশুর ফ্রি চিকিৎসা, ওষুধ ও ভ্যাক্সিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।