ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এ প্লাস নয়, মানসম্মত শিক্ষা দরকার

স্টাফ কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
এ প্লাস নয়, মানসম্মত শিক্ষা দরকার ওবায়দুল কাদের / ছবি : ফাইল ফটো

ঢাকা: শিক্ষা ব্যবস্থা পরীক্ষাকেন্দ্রিক হয়ে গেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, হাজার হাজার ‘এ প্লাস’ নয় বরং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দরকার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তিতে ইংরেজীতে যদি দুই শতাংশ পরীক্ষার্থী পাস করেন, তাহলে এতো এ প্লাসের কি মূল্য?

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভর্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় মিলনায়তনে ব্যবসা যোগাযোগ ও বিজ্ঞাপন তৈরির আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।



অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ এসইউপি, পিএসসি, রোহতো মেনথোলাটামা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যান আরোই এবং বিইউপি’র কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বারস ও শিক্ষার্থীরা।

বর্তমান পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা কতোটা জ্ঞানসম্পন্ন তা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষাদান ও মানসম্মত শিক্ষা দরকার।

ওবায়দুল কাদের বলেন, সরকারের মেগা প্রকল্প পদ্মাসেতুর কর্মযজ্ঞ শুরু হয়েছে। রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের নির্মাণ শুরু হবে ২০১৬ সালে আর শেষ হবে ২০১৯ সালে। এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই কর্ণফুলি টানেলের কাজ শুরু হবে। আগামী বছরের জুন মাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন কাজ শেষ হবে।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও বিপণনের কর্মক্ষেত্রে অধিকতর দক্ষতার পরিচয় দিতে এ বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ৩৭টি দল অংশ নেয়। এদের মধ্যে ৬টি সেরা দল চূড়ান্ত পর্বে ওঠার যোগ্যতা অর্জন করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র টিম পটার দল। এ দলে ছিলেন, মাসতুরা তাসনিম, আনজীর ইসলাম, আহমেদ ইস্তেহাদ সৌমিক ও রাকিব ইবনে হোসাইন। রানার্সআপ হয় চেইন মেকারস দল। তাদের দলে ছিলেন নাজিফ আলম, আয়মান রহমান, আব্রেশমী আদিবা ও আহমেদ তাশফিক রাফসান। দ্বিতীয় রানার্সআপ হয় বিউপি’র টিম ম্যাবরিক। তাদের দলে ছিলেন, রাবিতা জাহান প্রিয়তা, শাহনেওয়াজ এম সমুদ্র, তাবরিজ হায়দারী ও ফারিহা ইসলাম এশা।

বিইউপি কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে জাপানিজ কোম্পানি অক্সিব্যান্ডের অর্থায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।