বরিশাল: বিভাগীয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বরিশাল সাকির্ট হাউজে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে’র উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যেমে পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।
এখন শিক্ষার্থীদের ক্লাসরুমে ধরে রাখতে হবে। প্রয়োজনে তাদের দুপুরে খাবারের ব্যবস্থা করতে হবে। এতে করে ঝড়ে পড়ার হার কমে আসবে।
তিনি বলেন, পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি থাকতে হবে। কারণ লাইব্রেরিই জ্ঞানের উৎকর্ষ স্থল।
এছাড়াও কর্মশালার বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে’র ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন বলেন, বরিশালে শিক্ষায় ও কর্মে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এ অঞ্চল বেশির ভাগ জ্ঞানী ও গুণীর জন্ম স্থল। সেক্ষেত্রে এ অঞ্চল থেকে দেশ বেশি প্রত্যাশা করে।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪