ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
খুবিতে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অদম্য বাংলা চত্বরে তিন দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা-২০১৪ এর উদ্বোধন করা হয়েছে।  

শনিবার (২৯ নভেম্বর) সকাল দশটায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এরপর খুলনার জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কৃষি উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার উৎপাদন সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন করেছে।

তিনি বলেন, আমরা খাদ্যে স্বয়ম্ভরতা অর্জন করেছি। কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্থনীতিতে গতি সঞ্চার করেছে।

তিনি আরও বলেন, খুলনার উপকূলীয় অঞ্চলের কৃষি অনেকটা বৈচিত্র্যপূর্ণ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে তা অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাই কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

তিনি কৃষি বিজ্ঞানীদের প্রতি এ অঞ্চলের উপযোগী ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের আহবান জানান।

মন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে কৃষি প্রযুক্তির বিষয়ের অবদানের কথা তুলে ধরে নতুন নতুন জাত উদ্ভাবনের তাগিদ দেন।

তিনি বলেন, খুলনার উপকূলীয় কৃষি উন্নয়নে কৃষি সম্প্রসারণ বিভাগের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক শেখ হেমায়েত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষিবিদ কাজী আনিসুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুবির এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের (এনএটিপি) আওতায় এ প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ৪০টি স্টলে উন্নত জাতের বিভিন্ন ফসল ও চাষাবাদ প্রযুক্তিসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময় :  ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।