ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুয়েট রোকেয়া হলের নতুন ব্লকের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
কুয়েট রোকেয়া হলের নতুন ব্লকের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বেগম রোকেয়া হলের নতুন ব্লকের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষে এর উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে সম্প্রসারিত ব্লকের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

এ সময় ছাত্রীদের হাতে রুমের চাবি হস্তান্তর করা হয়।

উদ্বোধনের সময় ভাইস-চ্যান্সেলর বলেন, সম্প্রসারণের ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার অনেকটা সমাধান হবে। নির্ধারিত সময়ের মধ্যে হলের সম্প্রসারণের কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
 
হলটির নতুন ব্লকের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), কুয়েটের সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, বেগম রোকেয়া হলের প্রভোস্ট সুহেলী শায়লা আহমদ, সহকারী প্রভোস্ট মনিকা গোপ ও মেহনুমা তাবাসসুম ওমরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
 
২০১৩ সালের ১৫ জুলাই কুয়েটের বেগম রোকেয়া হলের আনুভূমিক এ সম্প্রসারণ নির্মাণ কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।