ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
বেরোবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমরাই এ বিশ্ববিদ্যালয়ের আলো চারদিকে ছড়িয়ে দিতে পারবে। এজন্য এই বিশ্ববিদ্যালয়কে নিজের ভেবে শুধু আনুষ্ঠানিকতা নয়, নিয়মিত পরিচর্চার মাধ্যমে পরিচ্ছন্ন ও অনুকরণীয় একটি ক্যাম্পাসে পরিণত করতে হবে।

জ্ঞানচর্চায় আরো বেশি মনোনিবেশ করতে হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ বেরোবি শাখা আয়োজিত ‘ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
 
কর্মসূচির সঙ্গে সহমত পোষণ করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

এ সময় ছাত্রলীগের বেরোবি শাখা সভাপতি মেহেদী হাসান শিশির, সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শিক্ষকদের সংগঠন নীলদলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, লোকপ্রশাসন বিভাগের যোবায়ের ইবনে তাহের, সাব্বির চৌধুরী, সেকশন অফিসার তাপস কুমার গোস্বামী, আতিকুজ্জামান সুমন, প্ল্যানিং অফিসার আব্দুর রহিম, কর্মচারী ইউনিয়নের সদস্য সচিব রশিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচির সঙ্গে সহমত পোষণ করে ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় অংশ নেয়।

কর্মসূচি উদ্বোধনের আগে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর নেতৃত্বে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি মেহেদী হাসান শিশির জানান, কেন্দ্রঘোষিত এ কর্মসূচি এক সপ্তাহ চলবে। এতে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।