রংপুর: প্রশাসনিক পদ থেকে অব্যাহতি চেয়ে জমা দেওয়া পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদুল আলম রনির কাছে লিখিত আবেদন জানিয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করেন তারা।
দুই শিক্ষক হলেন- ড. মতিউর রহমান এবং ড. তাজুল ইসলাম।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ড. মতিউর রহমান বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
আর ড. তাজুল ইসলাম প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, সাইবার সেন্টারের পরিচালক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষকদের বিভিন্ন দাবি-ধাওয়া পূরণে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪