সাভার (ঢাকা): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে ইউরোপে উচ্চ শিক্ষা বিষয়ক এক ঘরোয়া কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ টায় ক্যাম্পাসের ২য় তলায় ইউরোপে উচ্চ শিক্ষা বিষয়ক এই ঘরোয়া কর্মশালায় গণবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মুহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান টুটুল এবং ফয়সাল সিদ্দিকি।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক আফজালুস সিরাজ সাঈদ বলেন, “ফার্মেসি বিভাগের উৎকর্ষ সাধনের লক্ষ্যে এবং উচ্চ শিক্ষা বিষয়ে জন্য এই সেমিনার করতে পেরে আমরা উৎফুল্ল এবং এতে শিক্ষার্থীরাও উপকৃত হবে। ”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জেসমীন খানম জানান “আজকের সেমিনারের টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা উচ্চ শিক্ষা বিষয়ের নানা দিক সম্পর্কে জানতে পেরেছি যা আমাদেরকে অনেক সাহায্য করবে। ‘
সেমিনারে ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ, অন্যান্য বিভাগের প্রায় ২শ’ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪