বগুড়া: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নিয়ন্ত্রণাধীন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউএসটি) বগুড়ায় নতুন করে তাদের শিক্ষা কার্যক্রম চালু করেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি এম এইচ এম শাহজাহান তরু এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির আদর্শ বজায় রাখতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পাঠদানসহ অন্যান্য সব বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে। পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের বিশেষ অর্থিক সুবিধা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ফজলুর রহমান, টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, সচিব মো. আমজাদ হোসেন তাজমা, কোষাধ্যক্ষ মো. গোলাম রসুল খান রানা, সদস্য মো. জাহেদুর রহমান, ডা. মো. মতিউর রহমান, মো. আযিযুল হক, মো. মনিরুল মাহতাব তরু, নাজমুল হক পাশা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪