সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় সুহেল আহমদ ওরফে রুবেল (২৬) নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে সুহেলকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।
তিনি বলেন, রামদা হাতে নিয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলো সুহেল। সংঘর্ষের ভিডিও ফুটেজ থেকে তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
সুহেল নগরীর জালালাবাদ থানার যুগীপাড়া এলাকার সোনালী ২৯ নং বাসার মৃত নজির মিয়ার ছেলে।
২০ নভেম্বর বৃহস্পতিবার শাবিপ্রবি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে সুমন দাস নামের বহিরাগত ছাত্রলীগকর্মী নিহত হন।
আহত হন প্রক্টরসহ আরও ১২ জন। এরপর জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সংঘর্ষের ঘটনায় নগর পুলিশের জালালাবাদ থানায় ৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ দুটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি এবং নিহত সুমনের পরিবার একটি মামলা করে।
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪