ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

উচ্চমাধ্যমিকেও শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
উচ্চমাধ্যমিকেও শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবি ছবি: রেহানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫ সালের মধ্যে উচ্চমাধ্যমিক শ্রেণিতে শারীরিক শিক্ষা বিষয়টি বাধ্যতামূলক এবং শরীরচর্চা শিক্ষকদের পদটি প্রভাষক (শারীরিক শিক্ষা) পদে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ শারীরিক শিক্ষাবিদ সমিতি।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় শিক্ষক সংগঠনটি।



মানববন্ধনে সমিতির চেয়ারম্যান মনির হোসেন প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা মাধ্যমিক শ্রেণিতে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করেছেন। আমরা আশা করি, ২০১৫ সালের মধ্যে উচ্চমাধ্যমিক শ্রেণিতেও শারীরিক শিক্ষা বিষয়টি বাধ্যতামূলক করবেন। ফলে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি এসব শিক্ষার্থীদের নেশার জগতে ডুবে যাওয়ার আশঙ্কাজনক প্রবণতা হ্রাস পাবে।

একই সঙ্গে আমরা আরো একটি দাবি জানাচ্ছি। আমরা শিক্ষক, আমাদের পদমর্যাদা নেই। আমরা চাকরিতে যে পদে যোগদান করি, সে পদেই থাকতে হয়। আমাদের কোনো পদোন্নতি নেই। তাই আমাদের দাবি, শরীরচর্চা শিক্ষক পদটি প্রভাষক (শারীরিক শিক্ষা) পদে উন্নীত করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব শরীফ মোহাম্মদ আরিফ মিহির, রেজাউল করিম, রেহেনা আক্তারসহ অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।