ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘প্রস্তুতির জন্য প্রশিক্ষণ অপরিহার্য’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
‘প্রস্তুতির জন্য প্রশিক্ষণ অপরিহার্য’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নতুন কিছু গ্রহণ করতে প্রস্তুতি দরকার। প্রস্তুতির জন্য প্রশিক্ষণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।



শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে জাবি’র উদ্যোগে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের শিক্ষা ও পাঠদান সম্পর্কিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, শিক্ষকদের দায়-দায়িত্ব সম্পর্কে নিজেদেরই জানতে হবে। প্রশিক্ষণ দায়-দায়িত্ব সম্পর্কে জানতে সাহায্য করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, প্রশিক্ষণ গ্রহণ করার মধ্য দিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক শেখ মনজুরুল হক বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়টি সরাসরি যুক্ত।

প্রশিক্ষণ কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১জন নবীন শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।