আশুলিয়া(ঢাকা): মাদকমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার (০৭ ডিসেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস প্রচেষ্টা প্রকল্পের সার্বিক সহযোগিতায় শিমুলিয়া নবীন সংঘ ও বকসী আদর্শ পাবলিক স্কুলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কয়েকশ’ স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ থেকে শিশুদের সচেতন করতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। যাতে কোমলমতি শিশুরা মাদক সম্পর্কে সচেতন হতে পারে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, কারিতাস প্রচেষ্টা প্রকল্পের প্রজেক্ট ইনচার্জ ডা. ফরিদ আহম্মেদ খান, গণকবাড়ী শাখার এডুকেটর দেবব্রত মজুমদার, বকসী আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করীম, শিমুলিয়া নবীন সংঘের সভাপতি দেলোয়ার হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪