ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ৯ জানুয়ারি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
জাবি প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ৯ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।



রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভূগোল ও পরিবেশ বিভাগের ৭ম ব্যাচের ছাত্র এবং পুনর্মিলনীর সমন্বয়ক ইমতিয়াজ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের প্রায় ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ইমতিয়াজ হোসেন বলেন, অত্যন্ত আনন্দের বিষয় হলো বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটাই প্রথমবারের মতো সব প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বিভিন্ন ব্যাচ এবং বিভাগ পৃথক পৃথক ভাবে তাদের পুনর্মিলনী করেছে। কিন্তু আমরাই প্রথম সব ব্যাচ একসাথে পুনর্মিলনী করার উদ্যোগ নিয়েছি।

তিনি আরো বলেন, পুনর্মিলনী নিয়ে আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সাথে দু-দফা বৈঠক করেছি। তিনি পুনর্মিলনীতে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

এছাড়াও উপাচার্য পুনর্মিলনীর সফলতা কামনা করেছেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

ইমতিয়াজ হোসেন আরো বলেন, গত ১৪ নভেম্বর শুক্রবার রমনা পার্কে আমরা এক প্রস্তুতিমূলক সভা করি। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়। সেই সভায় সবার সিদ্ধান্ত নিয়েই আমরা আগামী ৯ জানুয়ারি পুনর্মিলনী করার সিদ্ধান্ত নেই।

জনপ্রতি পাঁচশ’ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে যে কোনো শিক্ষার্থী এ পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবে।   এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের জন্য জনপ্রতি চারশ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধিত হতে হবে। আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত হওয়ার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় জাবির প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় বেশ কয়েকটি নিবন্ধন কেন্দ্র খোলা হয়েছে। মতিঝিলে রোকন ০১৭১১৫৪৫২৯১, দিলকুশায় ইশরাত শারমিন ০১৭২৭৫৭৭৮৬৭, গুলিস্থানে ০১৭১২০৮৮৫৬৫, পল্টনে ০১৯১১৩৪৭৫৭৫।

এছাড়া পুনর্মিলনী সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সার্বিক প্রয়োজনে সমন্বয়কারীর ০১৭১১১৭০৬৯৩ সাথে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।