রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটক ১৯ নেতাকর্মীর মুক্তি দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের সাড়া মেলেনি ক্যাম্পাসে।
সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্ধারিত সূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা চলছে।
এদিকে, আটক ছাত্রদল নেতাকর্মীদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মতিহার থানার উপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক নেতাকর্মীদের সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় আদালতে পাঠানো হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নাজমুল হকসহ ১৯ জনকে আটক করে।
এরপর রোববার রাত ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ ধর্মঘটের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসানুজ্জামান অলিন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সেকশন কর্মকর্তা ফজলুল হক বাংলানিউজকে জানান, নির্ধারিত সময় অনুযায়ী সোমবার সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৮টা ১০ মিনিটে সব রুটে বাস চলাচল করেছে। এরপর ধর্মঘটের কারণে বাস বন্ধ রাখা হয়েছে। প্রশাসনিক অনুমতি পেলে পরে বাস চলতে পারে।
ছাত্রদলের সহসভাপতি আহসানুজ্জামান অলিন বাংলানিউজকে বলেন, নেতাকর্মীদের মুক্তির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সোমবারের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪