ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি পরিদর্শনে জাপানের দুই প্রফেসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
যবিপ্রবি পরিদর্শনে জাপানের দুই প্রফেসর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমা জাপান’র ডিপার্টমেন্ট অব লাইফ সাইন্সের ডিন প্রফেসর ড. কোহিউ ইরিফুনে ও ডিপার্টমেন্ট অব এনভারনমেন্টাল সাইন্সের চেয়ারম্যান প্রফেসর ড. হিরোইকি হারাদা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিদর্শন করেছেন।

সোমবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদেশি অতিথিরা যবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাব ও স্থাপনা পরিদর্শন করেন।



পরবর্তীতে যবিপ্রবি কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ হিরোশিম জাপানের ডিপার্টমেন্ট অব লাইফ সাইন্সের ডিন প্রফেসর ড. কোহিউ ইরিফুনে ও ডিপার্টমেন্ট অব এনভারনমেন্টাল সাইন্সের চেয়ারম্যান প্রফেসর ড. হিরোইকি হারাদা।

মতবিনিময় সভায় যবিপ্রবি’র  বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এ সময় যবিপ্রবি ভাইস চ্যান্সেলর সম্মানিত অতিথিদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

এর আগে ২০১৩ সালের ৫ নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস ছাত্তার এক বিশেষ অমন্ত্রণে প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমা জাপান সফর করেন।

সে সময় তিনি যবিপ্রবি’র  শিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে তাদের অবহিত করেন। শিক্ষক আদান-প্রদান, ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা ও বিভিন্ন প্রজেক্টে দ্বিপাক্ষিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।