ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
নোবিপ্রবিতে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি(নোয়াখালী): পরীক্ষা পদ্ধতি থেকে ব্যাকলগ সিস্টেম প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি গোল চত্বর ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

পরে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে ৮ম ও ৯ম ব্যাচের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- ক্যাম্পাসে ওয়াইফাই চালু করা, সেশনজট কমানো এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

শিক্ষার্থীদের দাবি বিদ্যমান ব্যাকলগ প্রথা নজিরবিহীন। এতে তারা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তাই তারা ব্যাকলগ প্রথা বাতিল করে ইমপ্রুভমেন্ট সিস্টেম চালুকরণের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মো. ইবনে শুভ বাংলানিউজকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ব্যাকলগ প্রথা অনুযায়ী ছাত্রছাত্রীদের প্রতি বরাদ্দকৃত ক্রেডিটের ৮০% সমাধান করতে হয়, নতুবা তাকে পরবর্তী বর্ষে উন্নীত করা হয় না। তিনি এটিকে পাবলিক বিশ্ববিদ্যলয়ের জন্য নজিরবিহীন বলে আখ্যা দেন।

এছাড়াও বিবিএ ৯ম ব্যাচের ছাত্র প্রমেল হাসান বাংলানিউজকে বলেন, এতে আমাদের শিক্ষা জীবন দীর্ঘায়িত হবে এবং আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবো।
শিক্ষার্থীরা কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়য়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আবুল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি মিটিং-এ ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।