ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না- এমন সিদ্ধান্ত ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাবি উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।
এছাড়া নোটিশে ঢাবিতে ২৫ শতাংশ আসন বাড়ানো ও কোচিং সেন্টার বন্ধ করতে বলা হয়।
আইনজীবী ইউনুছ আলী বাংলানিউজকে জানান, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয়ের আদেশের ৪৬ ধারায় বলা হয়েছে- উচ্চমাধ্যমিক ও সমমান উত্তীর্ণরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করবেন। এ ধারা অনুযায়ী কোনো শিক্ষার্থীকেই ভর্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত করতে পারে না কর্তৃপক্ষ।
২৫ শতাংশ আসন বাড়ানোর ব্যাপারে তিনি বলেন, ঢাবি কর্তৃপক্ষ বলছে- প্রতিবছরই কিছু আসন খালি থেকে যায়। তাই আসন বাড়ালে কোনো আসন খালি থাকবে না।
কোচিং সেন্টার বন্ধ প্রসঙ্গে বলেন, সরকার বলছে- কোচিং সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়। তাই এটা বন্ধ করে দিলেই হয়।
নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪