ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ি শিক্ষকরাও বেতন স্কেল পাবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
ইবতেদায়ি শিক্ষকরাও বেতন স্কেল পাবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: প্রাথমিক শিক্ষকরা যা পান, আপনারাও (ইবতেদায়ি শিক্ষক) তা পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আমরা দেবো।

দোয়া করেন, যাতে আল্লাহ আমাদের স্কুল ও মাদ্রাসাকে একই দৃষ্টিতে দেখার তৌফিক দান করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইবতেদায়ি শিক্ষক সমাবেশে এ কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি আদায়ের লক্ষ্যে এ শিক্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

খাদ্যমন্ত্রী বলেন, এদেশে কিছু দিলে আমরাই দেবো, অন্য কেউ দেবে না। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আমরা দেবো। প্রাথমিক শিক্ষকরা যা পান, আপনারাও তা পাবেন।

শিক্ষকদের এ সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, আপনাদের দাবি যৌক্তিক। এগুলো আমার হাতে না, শিক্ষামন্ত্রীর হাতে। আমি মন্ত্রিপরিষদের সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো।

মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে চারদলীয় জোট। তারা বিভিন্ন সময় আপনাদের ব্যবহার করতে চেয়েছে। আপনারা কারো দ্বারা ব্যবহৃত হবেন না। ইসলামের নির্দেশনা ও হুজুরের (নবী সা.) বাণী অনুযায়ী চলতে হবে। মনে রাখতে হবে, আপনারা নায়েবে রাসূল। এদেশের মানুষের সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র। আপনাদের এ অবস্থান ধরে রাখতে হবে।

খালেদা জিয়ার উদ্দেশে সাবেক এই আইন প্রতিমন্ত্রী বলেন, আপনি যে জঙ্গি তৈরি করছেন, এই জঙ্গিরাই একদিন আপনাকে ছোবল মারবে। সেদিন বেশি দূরে নয়।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহাসচিব কাজী মোখলেছুর রহমান, উপদেষ্টা সাগর আহমেদ শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।