রাজশাহী: সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় তাদের স্মরণে দ্বিতীয় দিনের মত কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করে শোক পালন করেছে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে কালো ব্যাচ ধারণ করে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে আসেন।
এদিন ক্যাম্পাসে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়েতে কলেজ গেটে পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়।
এছাড়া, সড়ক দুর্ঘটনার দোষিদের শাস্তি, নিহত ও আহতদের ক্ষতিপূরণ, নিজস্ব ও নতুন কলেজ বাসের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত রোববার (০৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহীর কাটাখালিতে শিক্ষার্থী বহনকারী একটি বাসে সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হন। এ ঘটনায় দুই গাড়ির চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪