ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবি-তে রোকেয়া দিবস

মর্যাদা রক্ষায় নারীকে লড়াই করতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
মর্যাদা রক্ষায় নারীকে লড়াই করতে হবে

রংপুর: নারীর মর্যাদা রক্ষার জন্য নারীকে লড়াই করতে হবে। তবে এ লড়াইয়ে পুরুষকেও নারীর পাশে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।



মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, নারীকে পুরুষের সাথী ভাবতে হবে দাসী নয়। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজে ও কর্মক্ষেত্রে পুরুষের মতো নারীরও সমান অংশগ্রহণ থাকতে হবে।

রোকেয়া দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক সজল রায়।

নির্ধারিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ওমর ফারুক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মীর তামান্না সিদ্দিকা, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক রিতু কুন্ডু, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উর্মিলা বর্মন বিথি ও সাখাওয়াত চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক কুন্তলা চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় রোকেয়া দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।