ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার উদ্বোধন

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ কর্মসূচির উদ্বোধন করেন।


 
উদ্বোধনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, এ ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে ‘ওএমআর’ পদ্ধতি উঠিয়ে দিয়ে অনলাইনের মাধ্যমে পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য জানা। সেই সঙ্গে শিক্ষকদের কাছে নম্বরপত্র সংগ্রহ করে পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন করা। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফলও দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, এই পাইলট পদ্ধতি সফল হলে ধীরে ধীরে সব পরীক্ষায় এটি অর্ন্তভুক্ত করা হবে।

সেই সঙ্গে সেশনজটও মুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ প্রজেক্টটি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, রেজিস্ট্রার, পরিচালক (আইসিটি) এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এদিন ২০১৪ সালের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা সারাদেশে ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে এই পাইলট প্রজেক্টটি ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীদের উপস্থিতি ভাইস-চ্যান্সেলরের কাছে তার অফিস কক্ষে বসে অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।