ঢাকা: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ‘পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে কার্টুনের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে এর আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উন্মাদের সম্পাদক ও বিশিষ্ট লেখক আহসান হাবিব।
এ সময় আহসান হাবিব বলেন, বাংলাদেশে পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে কার্টুনের যথেষ্ট ভূমিকা রয়েছে। কার্টুনের মাধ্যমে আমরা জীবনের বাস্তব বিষয় জানতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউএপির উপ-উপাচার্য ড. এম আর কবির’সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সেমিনারের অংশ হিসেবে এ সময় একটি কার্টুন প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪