ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জিসিসিএন এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে ড. ইউনূস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
জিসিসিএন এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে ড. ইউনূস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোমবার এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন) এর তৃতীয় গ্রাজুয়েশন সেরেমনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসিসিএন এর পার্টনার বিশ্ববিদ্যালয় গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির উপাচার্য নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূস।



আরও উপস্থিত ছিলেন জিসিসিএন এর প্রিন্সিপাল প্রফেসর ফ্রাঙ্ক ক্রোসান। এছাড়া গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসিসিএন এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বারবারা পারফিট।

আমন্ত্রিত, কর্মচারী এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য সহ প্রায় আড়াইশ’ জন অতিথি উপস্থিত ছিলেন এই গ্রাজুয়েশন  অনুষ্ঠানে।

অনুষ্ঠানে গ্রাজুয়েশনের সনদ তুলে দেয়া হয় জিসিসিএন থেকে সদ্য পাস করা ৪৯ জন শিক্ষার্থীর হাতে। এই ব্যাচের মধ্য দিয়ে জিসিসিএন থেকে মোট গ্রাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ১২৭ এ।

সামাজিক ব্যবসার অংশ হিসেবে ২০১০ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং বাংলাদেশের নার্সিং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে কলেজটিতে সারা বাংলাদেশ থেকে আসা ১৪৭ জন নারী শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারা সবাই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের সন্তান।

বাংলাদেশের নার্সরাও যে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে উচ্চ মানসম্পন্ন পেশাদারি ক্লিনিক্যাল প্রাকটিস করতে পারে সে বিষয়টিকেই তুলে ধরতে তরুণ বাংলাদেশি নারীদের নার্সিং শিক্ষায় শিক্ষিত করছে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং।

চাকরিক্ষেত্রেও রয়েছে জিসিসিএন থেকে পাস করা নার্সদের ব্যাপক সুনাম। গ্রাজুয়েশন সম্পন্নের সঙ্গে সঙ্গেই নিয়োগদাতারা জিসিসিএন থেকে পাস করা নার্সদের চাকরি দিতে আগ্রহ প্রকাশ করেন।

সাফল্যের ধারাকে এগিয়ে নিতে এ বছর জিসিসিএন বিএসসি ইন নার্সিং অ্যান্ড মিডওইফারি সাইন্স এর কোর্স চালু করতে যাচ্ছে। এর ফলে ২০১৬ নাগাদ জিসিসিএন এর  শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫শ‘ জনে।

এছাড়া অদূর ভবিষ্যতে এমএসসি কোর্স চালুর পাশাপাশি চট্টগ্রামে আরেকটি শাখা খোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে জিসিসিএন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।