ঢাকা: দি মিলেনিয়াম ইউনিভার্সিটিতে ‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের ‘অরেঞ্জ ইভেন্ট’ কর্মসূচির অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে ১৬ দিনের প্রচারণা পালনের শেষ দিনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়টি। সেমিনারে অংশগ্রহণকারীরা কমলা রংয়ের ব্যাচ পড়ে জাতিসংঘের ‘ওরেঞ্জ ইভেন্ট’কে সমর্থন জানান।
বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকারের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর আবু আইয়ুব মোহাম্মদ বাকের, ডেপুটি রেজিস্ট্রার মাহমুদা খাতুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুন্নেসা মাহতাবসহ অন্যান্য বিশ্ববিদ্যালযের প্রতিনিধি, শিক্ষার্থী ও কূটনৈতিক ব্যক্তিরা।
সেমিনারে ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর আবু আইয়ুব মোহাম্মদ বাকের বলেন, নারী প্রতি সহিংসতা রোধে আইনের শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রক্ষক ভক্ষকের ভূমিকায় গেলে তো আর অধিকার রক্ষা হবে না। তাই সর্বস্তরে সচেতনতা দরকার।
নারীর প্রতি সহিংসতার বিভিন্ন উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দেন অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব। তিনি নিজের জীবনের উদাহরণ দিয়ে বলেন, আমাকেও নারী হিসেবে বঞ্চনা সহ্য করতে হয়েছে। মেয়ে শিশুকে এখনও সাদরে গ্রহণ করা হয় না। সুতরাং পরিবার থেকেই প্রথম শিক্ষা নিতে হবে এবং তা অন্যের প্রতি প্রয়োগ করতে হবে।
সমাপনী বক্তব্যে দি মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম সমাজে বৈষম্য দূর করা, বিশেষ করে নারী উন্নয়ন ও নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজকে সচেতন করে তোলার লক্ষ্যে। আজকের এই সেমিনারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি সচেতন হতে পারবে বলে আমি মনে করি।
নারী নির্যাতন ও তা প্রতিরোধে প্রচলিত আইনসূমহ নিয়ে সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন আইন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীদের মন্তব্য গ্রহণ করা হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল আলোচকরা।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪