ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে হসপিটাল ফার্মেসি প্র্যাকটিস বিষয়ে সেমিনার

মাসুদ আজীম, গণ বিশ্ববিদ্যালয় থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
গণ বিশ্ববিদ্যালয়ে হসপিটাল ফার্মেসি প্র্যাকটিস বিষয়ে সেমিনার

গণ বিশ্ববিদ্যালয়, সাভার: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের উদ্যোগে হসপিটাল ফার্মেসি প্র্যাকটিস বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ক্যাম্পাসের ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মুহাম্মদের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শীতেশ চন্দ্র।

সেমিনারে শিক্ষার্থীদেরকে হসপিটাল ফার্মেসি বিষয়ে এবং ফার্মেসিস্টদের কাজ ও দায়িত্ব বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক কিষানু শিকদার বলেন, সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পেরেছেন। ভবিষ্যতে এ ধরনের সেমিনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৭ম সেমিস্টারের র্শিক্ষার্থী মৌসুমী বলেন- সেমিনারে আলোচিত বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ার সম্পর্কে জানতে পেরেছি, যা আমাদেরকে অনেক সাহায্য করবে।

ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।