ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা নিয়ে এসআইএমটির সেমিনার শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
কারিগরি শিক্ষা নিয়ে এসআইএমটির সেমিনার শুক্রবার

ঢাকা: বিশ্বব্যাংকের অনুদানপ্রাপ্ত বেসরকারি পলিটেকনিক সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি(এসআইএমটি)-এর উদ্যোগে কারিগরি শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে শুক্রবার(১২ ডিসেম্বর’২০১৪)।

এদিন সকালে আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২য় তলা সেমিনার কক্ষে ‘Achieve your Destination, We will Place You’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে।



প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করবেন অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজাহান মিয়া। বিশেষ অতিথি থাকবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে Skills and Training Enhancement Project এর পরিচালক মো. ইমরান। সভাপতিত্ব করবেন এসআইএমটি প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহেলী ইয়াছমিন।

বুধবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে আরও বলা হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ সেমিনারের আয়োজন করছে। এরকম সেমিনার ধারাবাহিকভাবে আয়োজন করা হয়।

উল্লেখ্য, ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত এসআইএমটি সাইক এডুকেশনাল সোসাইটির একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। স্টেপ প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় এর শিক্ষার্থীরা সরকারিভাবে মাসিক ৮০০/-টাকা হারে বৃত্তি পেয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।