ঢাকা: বসুন্ধরা আবাসিক এলাকায় ইবেঞ্জার ইন্টারন্যাশনাল স্কুলের (ইআইএস) নতুন ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি ইয়ান-ইয়ং। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক কারিকুলামে স্কুলটি ধারাবাহিক সাফল্য বজায় রেখে চলছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বসুন্ধরা সি ব্লকে স্কুলটির পুরাতন ভবনের পাশে নতুন এ বহুতল ভবনের উদ্বোধন হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহাবুব হায়দার খান, বিআইএসিইডি’র শাহেদুল কবির চৌধুরী, ইআইএস এর ইয়াং সুঙ্গওয়ান প্রমুখ।
নয়তলা বিশিষ্ট নতুন এ ভবনে রয়েছে অত্যাধুনিক ক্লাসরুম। শিশুদের পাঠে আগ্রহী করে তুলতে খেলাধূলার সরঞ্জামাদিও রয়েছে এতে।
উদ্বোধনের আগে দেওয়া বক্তৃতায় কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি ইয়ান-ইয়ং বলেন, শিক্ষার মান উন্নয়নে যুগপোযোগী পাঠদান প্রয়োজন। সেই আলোকে স্কুলটি তার শিক্ষার্থীদের পাঠদান করবে।
স্কুলটির সাফল্যের ধারাবাহিকতা কামনা করে তিনি আরও বলেন, বিভিন্ন জাতি- ভাষাগোষ্ঠীর শিক্ষার্থীরা এই স্কুলে পড়ালেখা করে নিজেদের যোগ্য করে গড়ে তুলছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে তারাও ভূমিকা রাখছে।
ইআইএস কর্তৃপক্ষ জানায়, স্কুলটিতে ১২টি দেশের ৮০০ শিক্ষার্থী আন্তর্জাতিক এডেক্সেল কারিকুলামে লেখাপড়া করছে।
ভবন উদ্বোধন শেষে অতিথিরা নতুন ভবনের বিভিন্ন ক্লাসরুম ও শিশুদের পড়ালেখার পরিবেশ ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪