ঢাকা: রোজকার মতোই ম্যাড়মেড়ে কুয়াশাচ্ছন্ন সকাল। বলা হচ্ছে গত মঙ্গলবারের কথা।
শুধু পদচারণা বললে ভুল হবে! এদিন বসুন্ধরার রাস্তাগুলো বর্ণিল রঙে রাঙিয়ে তোলে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) পরিবার। হোলি উৎসবের মতো চারদিক তখন বাহারি রঙের ওড়াউড়ি।
জানা গেল, গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ছিল তাদের ‘দৌড় দিবস’। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আইএসডি কর্তৃপক্ষ এ দৌড়ের আয়োজন করে। স্কুলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দৌড়ের দিবসের এবারের থিম ছিল ‘কালার রান’। এবার তারা দৌড়ে ২ কিমি. ও ৫ কিমি. কোর্সে অংশ নেন।
এর আগে, রোজ সকালে দৌড় দিবসকে সামনে রেখে আইএসডি রানিং ক্লাবের তত্ত্বাবধানে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা দৌড় প্রশিক্ষণে অংশ নেন।
ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়াতে এ দৌড় দিবসের আয়োজন করে আসছে আইএসডি। ১২ বছর আগে আএসডি’র সাবেক পিওয়াইপি কোঅর্ডিনেটর কেট গ্রান্ট এটা চালু করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪